সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত ও উত্তেজনাময় পরিস্থিতির কারণে সিরিয়ায় যেন সংঘাত ও অশান্তি ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে চীন। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার নিন্দাও জানিয়েছে চীন। গত বুধবার (২৩ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতির উপর উন্মুক্ত বৈঠকে এ কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং।

কেং শুয়াং বলেছেন, ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে, যা মানুষের জীবন এবং সিরিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অষন্ডতা লঙ্ঘন করেছে।

কেং আরও বলেন, সিরিয়ায় ইসরায়েলের ঘন ঘন বিমান হামলার তীব্র নিন্দা করে এবং অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানায় চীন। সিরিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অষন্ডতাকে আন্তরিকভাবে সম্মান করার জন্য এবং সিরিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় প্রয়াস চালানোর জন্য চীন সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে। বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়ায় তাদের অবৈধ সামরিক উপস্থিতি বন্ধ করতে হবে।

লেবানন-ইসরায়েল উত্তেজনার কারণে প্রচুর সংখ্যক শরণার্থীর সিরিয়ায় আশ্রয় নেওয়ার বিষয়টি উল্লেখ করে কেং বলেন, চীন শরণার্থীদের গ্রহণ করার জন্য সিরিয়া সরকারের নেওয়া ধারাবাহিক ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের হাইকমিশনারের জরুরি মানবিক আবেদনকে স্বাগত জানায় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ও সহায়তা প্রদানের জন্য উন্মুখ।

সিরিয়ার আর্থ-সামাজিক স্থিতিস্থাপকতা বাড়ানো সিরিয়ার মানবিক পরিস্থিতির মৌলিকভাবে উন্নতিতে সহায়তা করবে এবং একতরফা নিষেধাজ্ঞা, যা সিরিয়ার উন্নয়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন কেং।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published.