ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (১ নভেম্বর) থেকে কসবা পৌরসভার বর্জ্য অপসারণে নতুন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ১০ জন পরিচ্ছনতা কর্মী পৌরসভা এলাকা পরিচ্ছন্ন রাখতে কাজ করবেন প্রতিদিন ভোরে৷ ব্যবসায়ী সংগঠন, স্বেচ্ছাসেবক, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী-তরুন-যুব ক্লাবসহ সকলে এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবেন।
পৌরসভার কর্মীগণ ডাস্টবিন এবং নির্দিষ্ট স্থান হতে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করবেন। পৌরসভার পক্ষ হতে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।