‘মাইনাস ওয়ান ফর্মুলা করলে মোকাবিলা করতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা’

প্রশান্তি ডেক্স ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। তারা মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েছেন। যদি এবার তেমন কিছু হয়, তবে বিএনপি নেতাকর্মীরা মোকাবিলা করতে প্রস্তুুত আছে।’

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে নোয়াখালীর সেনবাগ বাজারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের তিন মাস শেষ হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। কিন্তু আপনারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে এখনও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিব স্বাধীনতা দেখেননি, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেননি। শেখ মুজিব স্যুটকেস ভরে কাপড়-চোপড় নিয়ে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।’

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.