ট্রাম্পের জয়ে বিশ্ব নেতাদের অভিনন্দন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বিশ্বনেতারা গত বুধবার দ্রুত অভিনন্দন জানানোর প্রতিযোগিতায় নামেন। এই জয়টি প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিপক্ষে পাওয়া ট্রাম্পের একটি অভূতপূর্ব বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষ করে ইউরোপীয় নেতারা ট্রাম্পের প্রতি শুভেচ্ছা এবং সহযোগিতার প্রস্তাব জানাতে তৎপর হন। তবে ২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের জন্য ইউরোপের প্রতিক্রিয়া বেশ শীতল ছিল। যদিও এবারের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। তবে এই অভিনন্দনের মধ্যে একটি বড় ব্যতিক্রম ছিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই জয়ের প্রতিক্রিয়া জানিয়েছে ঠান্ডাভাবে এবং জানিয়ে দিয়েছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে কোনও অভিনন্দন বার্তা পাঠানো হবে না।

চীন: ‘পারস্পরিক সম্মান’ : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং কোনও নেতার নাম না উল্লেখ করেই বলেছেন যে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ‘পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের মঙ্গল অর্জনের ভিত্তিতে পরিচালিত হবে।’

রাশিয়া: ‘কোনও ভ্রান্ত ধারণা নেই’ : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্পর্কে কোনও ভ্রান্ত ধারণা পোষণ করি না। মন্ত্রণালয় আরও জানায়, তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করবে এবং ইউক্রেনে নিজেদের ‘লক্ষ্য অর্জনে’ অগ্রাধিকার দেবে।

ইসরায়েল: ‘শক্তিশালী অঙ্গীকার’ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের জয়কে ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন’ হিসেবে আখ্যা দেন এবং এটিকে আমেরিকা-ইসরায়েল সম্পর্কের শক্তিশালী অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

ইউক্রেন: ‘ন্যায়সঙ্গত শান্তি’ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের জয়কে ‘প্রভাবশালী বিজয়’ বলে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেছেন যে, ট্রাম্পের শাসনকাল ইউক্রেনে একটি ‘ন্যায়সঙ্গত শান্তি’ নিয়ে আসতে সহায়তা করবে।

ন্যাটো: ‘শান্তি ও শক্তির জন্য একত্রে কাজ’ : ন্যাটো প্রধান মার্ক রুটে ট্রাম্পের জয় জোটকে শক্তিশালী রাখবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তার নেতৃত্বে আমরা শান্তি ও শক্তির জন্য একসাথে কাজ করতে পারব।

ইউরোপীয় ইউনিয়ন: ‘শক্তিশালী ট্রান্সআটলান্টিক এজেন্ডা’ : ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লেইন ট্রাম্পের জয়ে উষ্ণ অভিনন্দন জানান এবং একটি শক্তিশালী ট্রান্সআটলান্টিক এজেন্ডা নিয়ে কাজ করার কথা উল্লেখ করেন।

যুক্তরাজ্য: ‘ঐতিহাসিক নির্বাচনি বিজয়’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে তার ‘ঐতিহাসিক বিজয়’ উপলক্ষে অভিনন্দন জানান এবং যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিশেষ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ প্রকাশ করেন।

ফ্রান্স: ‘সম্মান ও উচ্চাভিলাষ’ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের সঙ্গে সম্মান ও উচ্চাভিলাষের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সম্পর্ক আরও শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

জার্মানি: ‘আমরা একসাথে ভালো’ : জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ট্রাম্পকে অভিনন্দন বার্তায় বলেছেন, আমরা একসাথে ভালো আছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সমানভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এবং তাদের সম্পর্ক আরও গভীর করতে চান।

মেক্সিকো: ‘কোনও উদ্বেগ নেই’ : মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম জানান, ট্রাম্পের জয় নিয়ে মেক্সিকো উদ্বিগ্ন নয়। তিনি বলেন, মেক্সিকো একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।

সৌদি আরব: ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ : সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় বলা হয়েছে, সৌদি আরব-যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

ভারত ও অন্যান্য দেশের প্রতিক্রিয়া : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ‘অন্তর থেকে অভিনন্দন’ জানিয়েছেন। তিনি বলেন, আমি আশা করি এই বিজয়ের মাধ্যমে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান ও তুরস্কের নেতারাও তাদের মিত্রতার সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য ট্রাম্পের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published.