রাশিয়াকে ছাড় দেওয়া হবে ইউরোপের জন্য ‘আত্মঘাতী’: জেলেনস্কি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের উদ্দেশে বলেছেন, রাশিয়াকে ছাড় দেওয়া ইউরোপের জন্য ‘আত্মঘাতী’ হবে। ক্রেমলিন ইউক্রেন আক্রমণ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানোর পর গত বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেন নিজেদের মিত্রদের ওপর সহযোগিতা ও সমর্থন বাড়ানোর জন্য সৃষ্টির চেষ্টা করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হাঙ্গেরির একটি শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের উদ্দেশে বক্তব্যে জেলেনস্কি বলেন, কিছু ইউরোপীয় নেতা রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠার জন্য শর্ত ছাড়ের প্রস্তাব দিচ্ছেন। পুতিনের কাছে কিছু ছাড় দেওয়া ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য ও ইউরোপের জন্য আত্মঘাতী।

তিনি আরও বলেন, আমাদের যথেষ্ট অস্ত্র প্রয়োজন, আলোচনা নয়। পুতিনকে আলিঙ্গন করে কোনও সমাধান আসবে না। গত ২০ বছর ধরে অনেকেই তাকে আলিঙ্গন করেছেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

অতীতে ট্রাম্প দাবি করেছিলেন যে, তিনি কয়েক ঘণ্টার মধ্যে এই সংঘাত শেষ করতে পারেন এবং বারবার কিয়েভে যুক্তরাষ্ট্রের সহায়তার সমালোচনা করেছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্ত দিয়েছেন, শান্তি আলোচনার জন্য ইউক্রেনকে পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক ভূমি ছেড়ে দিতে হবে। তবে কিয়েভ স্পষ্ট জানিয়েছে, শান্তির বিনিময়ে তারা কোনও ভূখন্ড ছাড় দেবে না।

গত বৃহস্পতিবার রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের মিত্ররা যদি হামলা বন্ধ করতে চায়, তবে তাদের মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রধান সের্গেই শোইগু জানান, পশ্চিমাদের এখন দুটি পথ রয়েছে: কিয়েভকে অর্থায়ন করে ইউক্রেনের জনগণের ধ্বংস অব্যাহত রাখা অথবা বাস্তবতাকে মেনে নিয়ে আলোচনায় বসা।

জেলেনস্কি অতীতে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন এই যুদ্ধ হেরে যেতে পারি। ইউক্রেনীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে ক্রমাগত পিছু হটতে বাধ্য হচ্ছে। অঞ্চলটিতে রুশ বাহিনী গত কয়েক মাস ধরে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.