জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা, জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফেরদৌস হাসান। তিনি বলেন, তার জামিন মঞ্জুর হয়েছে। মুক্তি পেতে কোনো বাধা নেই।
গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এর আগে ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছে প্রায় ৭১ একর জমি ক্রয় করে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যবসায়ী। পরে ওই জমিতে পতিষ্ঠানের কাজ করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয় আসামিরা।
পরবর্তিতে জমি উদ্ধারে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে দবিরুল ও তার ছেলে সুজন সহ তাদের লোকজন। টাকা না দিলে প্রাণ নাশের হুমকিও দেয় সাবেক এমপি দবিরুলসহ তার লোকজন।
ওই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুলকে প্রধান আসামি করা হয়। এছাড়া দবিরুলের সহযোগী ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকেউ এ মামলায় আসামি করা হয়েছে।
দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তার ছেলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।