ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা থানা নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এর নির্দেশে গত (১৫ নভেম্বর) শুক্রবার এসআই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় এএস আই মাসুদ সরকার সহ পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণগ্রাম রেল ক্রসিং এলাকা থেকে ৬ শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোটরসাইকেল চালক ব্রাহ্মণবাড়িয়ার চান্দি গ্রামের মোবারক উল্লার ছেলে হাসিবুর রহমান ( ২৫) কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে বলে জানান, নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।