ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মোহামমদ জিয়াউল হুদা শিপন চেয়ার প্রতীকে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আইয়ুম খান আনারস প্রতীকে পেয়েছেন ৮২ ভোট।