প্রশান্তি ডেক্স ॥ কপালের দাগ দিয়ে মামুনুল হকের সঙ্গে হাসনাত আবদুল্লাহর কথোপকথন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে রাজনৈতিক দলের নেতারাও পরস্পরে আলাপ-আলোচনা খোশগল্পে মেতেছেন। বিকালে অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে খোশগল্প হয়। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সারজিস আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ছিলেন।
খোশগল্পে হাসনাতের কপালে থাকা দাগ’র প্রসঙ্গও উঠে আসে আলাপে। অনুষ্ঠানের পর এ প্রসঙ্গে যোগাযোগ করলে মাওলানা মামুনুল হক বলছিলেন, ‘হাসনাত আবদুল্লাহ একটি ঘটনা বলছিলেন। একজন ছাত্র বা কেউ তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছে। লোকটি হাসনাতকে বলছিল, ‘আপনার বাবা তো অনেক বছর ধরে আমাদের এলাকায় ওয়াজ মাহফিলে যেতে পারেন না।’
‘হাসনাত আবদুল্লাহ অবাক হয়ে গেলেন, ‘আরে আমার বাবা তো ওয়াজ করেন না, ধর্মীয় কোনও ব্যক্তি না’। তখন ওই ব্যক্তি বললো, ‘আপনি মামুনুল হক সাহেবের ছেলে না?’’ শুনে হাসনাত বললো, ‘না আমি উনার ছেলে হতে যাবো কেন।’
মামুনুল হক এ প্রসঙ্গে যোগ করেন, ‘হাসনাত বলেছেন, অনেকেই ধারণা করেন, আমাদের মধ্যে কোনও আত্মীয়তার সম্পর্ক আছে।’
‘ও তখন বলছিল কারণ হলো, এই যে আমার কপালে একটা দাগ আছে। ওর কপালেও এরকম দাগ আছে। ওই দাগ দেখিয়ে হাসনাত বললো, আমি প্রতিউত্তরে বললাম, ‘রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার আত্মীয়তা তো আছেই।’
অনুষ্ঠানে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।