ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা গত শুক্রবার (২২ নভেম্বর) রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়েরগনের তদারকিতে ও অফিসার ইনচার্জ তত্ত্বাবধানে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা সিলেট মহাসড়কের সৈয়দাবাদ মোড় এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের মৃতঃ আব্দুল মতিন এর পুত্র মোঃ শাহজাহান (৫০) কে গ্রেফতার করা হয়। কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।