ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০ কেজি গাঁজা অটোরিক্সাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
কসবা থানা ওসি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার সকাল ৮ টায় উপজেলা বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর টু চাপিয়া গ্রামের রেল লাইনের পশ্চিম পাশে কাদির মিয়ার পুকুরের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয় এবং আসামীর সাথে থাকা একটি অটো রিক্সা আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেরার বিনাউটি ইউনিয়নের ফতেহাপুর গ্রামের মৃত্যু আব্দুর রশিদ মিয়ার ছেলে মোঃ মাসুদ ও গোপিনাথপুর ইউনিয়নের জেটুয়া মুড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মাহবুব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।