ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহিদদের স্মরনে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্টিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন; শহীদ জোবায়ের ওমর খানের পিতা ডেপুটি এটনী জেনারেল ফর বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাহাঙ্গীর আহম্মেদ খান, আহত মো. আল-আমিন, অফিসার ইনর্চাজ কসবা থানা মো. আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়েত ইসলামী আমির অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শিবলী নোমানী, আড়াইবাড়ি ইসলামীয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম ও ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আহত ও শহিদদের স্মরনে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম মাওলানা মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।