ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভুঁইয়া বলেন, আমরা গণতন্ত্র বিশ্বাসী। কসবা-আখাউড়ায় ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। গণতান্ত্রিক উপায়ে বহুবার কাউন্সিল করার চেষ্টা করেছি। আওয়ামী দুঃশাসনের কারণে বিগত ২২ বছর কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হয়েছে। গত শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তিনলাখপীর বাজার মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার (৩০ নভেম্বর) কসবা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে কবির আহমেদ ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের আমলে আইনমন্ত্রী আনিসুল হক ও তার সহযোগীদের নির্যাতনে নেতাকর্মীরা নিষ্পেষিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সম্মেলন আয়োজন সম্ভব হয়েছে।
দীর্ঘদিন পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি সম্মেলন সফল করতে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন তুহিন সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিন আজমসহ অন্য নেতারা।