দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক রিপন গ্রেফতার

প্রশান্তি ডেক্স॥ দৈনিক দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে।

জানা গেছে, গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।

আবুল হোসেন রিপন গণমাধ্যমকে বলেন, ‘মামলায় উল্লেখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনও দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘র‍্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। গত শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।’

Leave a Reply

Your email address will not be published.