প্রশান্তি ডেক্স॥ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে ১৩টি নতুন খাতে সমঝোতা স্মারক ও চুক্তির আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক।
তিনি বলেন, এর মধ্যে রয়েছে কৃষি, ক্রীড়া, দ্বৈতকর প্রত্যাহার, সরাসরি জাহাজ চলাচল, বিমান চলাচল, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি। অধিকন্তু, এই চুক্তির আওতায় বিগত সেপ্টেম্বর মাসে ব্রাজিল সরকার পশুসম্পদ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রায় আট কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব প্রেরণ করে, যার বেশির ভাগই ব্রাজিল সরকার বহন করবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এছাড়া বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে (ক) তুলা গবেষণা ও উন্নয়ন এবং (খ) ক্ষুদ্রঋণ বিষয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।