কসবায় বিশ্বশান্তিকল্পে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী তারকা ব্রক্ষ মহানাম অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ এই কলিতে অতি অল্প সময়ের মধ্যে হরিনাম সংকীর্তন শ্রবণ মৃদঙ্গ মন্দিরা সহকারে সংকীর্তন করে মানব জীবনে পরম শান্তি, মুক্তি ও তৃপ্তিময় রস আস্বাদন করা যায়। সে অমৃত লাভের প্রত্যাশায়।

গত রবিবার (২৪ শে নভেম্বর) কসবা উপজেলা কুটি ইউনিয়ন গ্রাম জাজিয়ারা শ্রী শ্রী মহাশ্মশানে বিশ্ব শান্তির কল্পে দেশ ও জাতির মঙ্গল কামনায় ষষ্ঠতম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকা ভ্রাম্য মহানাম জজ্ঞা অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শ্রীমান রত্নেশ্বর ব্রহ্মচারী, শ্রীমদ্ভগবদগীতা পাঠক শ্রীমান স্বরূপ সিদ্ধি দাস। গত ১২ অগ্রহায়ণ বৃহস্পতিবার অরুণোদয় হইতে ১৪ অগ্রহায়ণ শনিবার অহোরাত্র পর্যন্ত অভিরাম তিন দিন ২৪ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী মহানামযজ্ঞ। শ্রী শ্রী নামসুদা পরিবেশনাই, জয় নিতাই সম্প্রদায় মাদারীপুর , মা চন্ডী সম্প্রদায় কুমিল্লা , শিপ্রা সম্প্রদায় খুলনা , প্রভু জয় নিতাই সম্প্রদায় ঝিনাইদহ , সীমা সম্প্রদায় মাদারীপুর ও শ্রী বলদেব জিউর সম্প্রদায় নোয়াখালী। অষ্টকালীন লীলা কীর্তন ও হিন্দু ভক্তদের মাঝেও মহাপ্রসাদ বিতরণ করা হয়।   

উক্ত অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বাবু টুটন কুমার সাহা, সভাপতি বাবু জীবন মোদক, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক জীবন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published.