ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ আব্দুল কাদের এর নির্দেশে এসআই আখতার হোসেন সঙ্গীয় ফোর্স সহ কসবা উপজেলার মিরাপুকুরপাড় বাবুল মেম্বারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৪৬ বোতল ভারতীয় ইসকফ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পৌর এলাকার দক্ষিণ কসবা গ্রামের মৃতঃ আসমত আলীর পুত্র মোঃ হাশেম (৪৮) ও মোঃ দেলোয়ার হোসেনের পুত্র আপন হোসেন (১৯) গ্রেফতার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।