ইউক্রেন থেকে আমদানিকরা গম দেশে পৌঁছেছে

প্রশান্তি ডেক্স ॥ উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রোসপারিটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় এসে পৌঁছায়। খাদ্য  মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এটিই অন্তবর্তীকালীন সরকারের আমলে  বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান। সংবাদ বিজ্ঞপতিতে খাদ্য  মন্ত্রণালয় আরও জানায়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে। এই গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে  খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published.