বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন বাইডেন: হোয়াইট হাউজ

প্রশান্তি ডেক্স ॥ মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কিরবি জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন কিরবি।

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত সহিংসতার প্রতিবাদে হোয়াইট হাউজের বাইরে প্রতিবাদসহ যুক্তরাষ্ট্রে হিন্দু-আমেরিকান সংগঠনগুলোর বিক্ষোভ বিষয় একটি প্রশ্ন করা হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রধান মার্কিন প্রতিবেদক ললিত কে ঝা কিরবিকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে অবগত কি না এবং জাতিসংঘের সাইডলাইনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এটি উত্থাপন করেছিলেন কি না। জবাবে কিরবি বলেন, আমরা এটি অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্টও ঘটনাবলীর ওপর নিবিড় নজর রাখছেন। জবাবে কিরবি যুক্তরাষ্ট্রের মানবাধিকার সম্পর্কিত অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। শেখ হাসিনার অপসারণের পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে নিবিড় ভাবে কাজ করছি, যাতে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো যায়। কিরবি আরও বলেন, আমাদের অবস্থান সবসময়ই স্পষ্ট। বাংলাদেশের সব নেতার সঙ্গে আমাদের আলোচনায় আমরা বারবার উল্লেখ করেছি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তবর্তীকালীন সরকারের নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সব বাংলাদেশির জন্য, ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে, নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা চাই তাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হোক।

Leave a Reply

Your email address will not be published.