ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ৪০ কেজি মাদকসহ একটি ট্রাক আটক করেছে কসবা থানা পুলিশ । গত বুধবার (১১ ডিসেম্বর) ভোরে কসবা উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের কুটি কাঠেরপুল রাস্তার উপর থেকে ৪০ কেজি গাঁজা সহ একটি ট্রাক আটক করে পুলিশ।
গত বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কসবা থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ উপজেলার কাঠেরপুল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৪০ কেজি গাজাসহ একটি ট্রাক আটক করে । পুলিশের উপস্থিতির টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
পলাতক আসামিরা হলো কায়েমপুর ইউনিয়নের জাজিয়ারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হানিফ মিয়া ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে ইকবাল হোসেন জনি। পলাতক আসামিদের বিরুদ্ধে কসবা থানায় মাদক মামলা করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, পুলিশের মাদক বিরোধী এই বিশেষ অভিযান অব্যহত থাকবে।