প্রশান্তি ডেক্স ॥ মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সস্তানদের।
গত সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হলে সেখানে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানাতে আসা মানুষজন জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে তা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সে জন্য তারা তাদের পরিবার পরিজন, স্বজন ও বন্ধুবন্ধবদের সঙ্গে করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।