প্রশান্তি ডেক্স ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ বেদির পাশ থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ সাত জনকে আটক করা হয়েছে।’
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যদের কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। পরে খবর পেয়ে ডি এমপি ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ সাত নেতাকর্মীকে আটক করে।