কসবায় অটোরিক্সা চালকের অধগলিত লাশ উদ্ধার; প্রধান আসামি গ্রেফতার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আবদুল কাদের এর নির্দেশে এসআই মোঃ কামাল হোসেন সংগীয়ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে বিষ্ণুপুর গ্রামের মন মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮) কে আটক করা হয়।  তাকে জিজ্ঞাসাবাদে ৪ হাজার টাকার মোবাইল ফোন কে কেন্দ্র করে খুন হওয়ার ১০ দিন পর রানীয়ারা গ্রামের আয়েত আলীর ছেলে অটোরিক্সা চালক মোঃ মহসিন (২৪) এর অর্থ গলিত  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাডড়িয়া প্রেরণ করা হয়েছে।

এদিকে নিহত মহসিনের বাড়িতে ২ অবুঝ শিশু নিয়ে স্ত্রীর হাজারী করছে। অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের জানান, পরিত্যক্ত অবস্থায় মহসিনের লাশ অধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মামলার প্রধান আসামী কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.