শেখ হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশের আহ্বান নিয়ে ভারতের ‘নো কমেন্টস’

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বাংলাদেশের অন্তবর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। গত সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, বিষয়টি নিয়ে এই মুহূর্তে তাদের কোনও মন্তব্য নেই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, আমরা নিশ্চিত করছি যে আজ আমরা বাংলাদেশের হাইকমিশন থেকে একটি নোট ভারবাল পেয়েছি। তবে এই মুহূর্তে আমাদের কোনও মন্তব্য নেই।

নোট ভারবাল হলো তৃতীয় পক্ষের মাধ্যমে লেখা একটি আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা, যা স্বাক্ষরিত নয়।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছেন, আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভারবাল পাঠিয়েছি। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ তাকে ফেরত চায়।

৭৭ বছর বয়সী শেখ হাসিনা ৫ আগস্ট ঢাকায় ব্যাপক গণবিক্ষোভের পর দেশ ত্যাগ করেন। গণহত্যাসহ একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্তবর্তী সরকার ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ সাংবাদিকদের বলেছেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ সহজ করতে একটি চিঠি পাঠিয়েছি। এই প্রক্রিয়া বর্তমানে চলমান।

তিনি আরও জানান, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published.