ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কসবা পুরাতন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শ্রী চিত্তরঞ্জন সাহা (৬৫)পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিকেলে কসবা পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে তাকে সৎকার করা হয়।
তার মৃত্যুতে কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, কার্যকরী কমিটির সদস্য ভজন শংকর আচার্য, সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার মানিক চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ, ডাক্তার অনিল রঞ্জন ভৌমিক, ব্যবসায়ী মানিক চন্দ্র দাস, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।