দুবাই ফেরত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ

প্রশান্তি ডেক্স ॥ চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এটি জব্দ করেন। তবে বিমানটি যথারীতি চলাচল করতে পারবে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এক দশক আগে ঢাকায় চোরাচালানের স্বর্ণ বহন করায় দুটি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, বিমানবন্দরের এনএসআই টিম, নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথভাবে তল্লাশি চালিয়ে স্বর্ণের চালানটি উদ্ধার করেন। কালো প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে স্বণের্র বারগুলো এমনভাবে সিটের নিচে লুকানো ছিল, যা যাত্রী কোনও যাত্রীর পক্ষে করা সম্ভব নয়। এর সঙ্গে বিমানের লোকজন জড়িত রয়েছে বলে সন্দেহের কারণে এটি জব্দ করা হয়।

তবে জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। জব্দ অবস্থায় এটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, ‘যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিম্মায় দিতে পারেন।’

তিনি বলেন, ‘চোরাচালানের পণ্য বহন করা কাস্টমস আইন অনুযায়ী উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জবাবদিহির মধ্যে আসবে।’

আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় এই উড়োজাহাজের ‘৯জে’ আসনের নিচ থেকে দুই কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৩০ প্রাম ওজনের ২০টি স্বণের বার জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এই অভিযানে অংশ নেন বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মীরাও। এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, গ্রেফতার আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। জব্দ করা বোয়িং ৭৭৭-ইআর মডেলের উড়োজাহাজটির মূল্য দেখানো হয়েছে এক হাজার কোটি টাকা। এ ঘটনা বিচারাদেশের জন্য নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে এই প্রথম চোরাচালানের অভিযোগে কোনও উড়োজাহাজ জব্দ করা হলো। আজ সকাল ১০টা ৫২ মিনিটে উড়োজাহাজটি ঢাকায় চলে গেছে। স্বর্ণের বার চোরাচালানের ঘটনা তদন্তের সময় বিমানটির পাইলট, কো-পাইলট এবং কেবিন ক্রুদের জিজ্ঞাসাবাদ ও বিমানের অভ্যন্তরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের সুবিধার জন্য বিমানটি জব্দ করা হয়।’

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, ‘বিমানটি জব্দ করা হলেও এটি যাত্রী পরিবহন করতে পারবে। কারণ জব্দ মূলত কাগজপত্রে হয়ে থাকে। তবে এটি এখন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিম্মায় চলাচল করবে।’

Leave a Reply

Your email address will not be published.