সাংবাদিক মোঃ শাহ আলম চৌধুরী আর নেই

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহ আলম চৌধুরী কে তার গ্রামের বাড়ি শাহপুর কেন্দ্রীয় কবরস্থানে  দাফন করা হয়েছে। এদিকে দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক পৌর কমিশনার মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আবদুল হান্নান,সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ  সোহরাব হোসেন , উপজেলা জামায়েতে ইসলামীর সাধারণ সম্পাদক পীরজাদা হযরত মাওলানা শিমলী নোমানী, সাবেক পৌর কমিশনার মোঃ মনিরুল ইসলাম ও মরহুম মোঃ শাহ আলম চৌধুরীর ছোট ভাই মোঃ নিজাম উদ্দিন।  নামাজে জানাজা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান। পরে মরহুমের কফিনে কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।

এদিকে কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, সভাপতির নেপাল চন্দ্র সাহা,অর্থ সম্পাদক অলিউল্লা সরকার অতুল, কার্যকরী কমিটির সদস্য নাজমুল হক সজল, ভজন শংকর আচার্য্য,সদস্য সাইদুর রহমান খান, বিজয় টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফিরোজ শোক ও সমবেদনা প্রকাশ করেন । বিকেলে শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে শাহপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.