আগুনের লেলিহান শিখায় জ্বলছে দেশ

সচিবালয়েই শুধু আগুন নাকি সারা দেশেই জ্বলছে আগুন তা খতিয়ে দেখতে বিশেষ অনুরোধ রাখছি। মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের প্রতি বিনীত অনুরোধ রাখছি আগুনের লেলিখান শিখা স্থায়ীরূপে থামানোর চেষ্টায় মনযোগ দিন। কাউকে দুষারোপ না করে বরং এর মূলে আঘাত করুন এবং মুলউৎপাটন করে দেশ ও দেশবাসিকে শান্তি এবং স্থিতিশিলতায় এমনকি নিরাপত্তা ও নিশ্চয়তায় আগামীর কল্যাণের পথে এগিয়ে যেতে সহায়তা করুন।

দেশের জনগণ এখন দ্রব্যমুল্যে উদ্ধগতি, চাকরী হারানো এমনকি নতুন চাকুরীর সুযোগ সৃষ্টি না হওয়ায় আর অনিশ্চয়তা এমনকি নিরাপত্তাহীনতায় ভোগে দিশেহারা। মামলা-হামলা আর অপরাজনীতির স্বীকারে পরিণত হয়ে বেসামাল। তাই বর্তমান সময়ের দৃশ্যমানতায় কারোরই নিরাপত্তা নেই। সামনে এগিয়ে যাওয়ার মত সহায় সম্বল কারো কাছেই নেই। শুধু একরাশ হতাশা নিয়েই মানুষ জ্বলছে।

কেউ কেউ আবার ক্ষমতায় যাওয়ার আশায় নানান কুটচাল চালছে আবার কেউ কেউ ক্ষমতা পনরুদ্ধারে বিশেষ পদক্ষেপ নিচ্ছে অথবা নেতিবাচকতাকে উস্কেদিয়ে সাহায্য করছে। কেউ কেউ সঙ্গে থেকেই সর্বনাশের খেলায় মেতেছে। এইসকল যেন এখন আগুনে ঘি ঢেলে মায়াকান্নার অভিনয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি এবং দিনে-দুপুরে মানুষের জানমালের ক্ষতি সাধন যেন নিয়মে পরিণত হয়েছে। দেখার যেন কেউ নেই আর বিচারের বানি নির্ভৃতেই কেদেছিল এবং কাঁদছে ও আগামীতে কাঁদবে। তবে শতভাগ নিশ্চয়তা দিতে পারি শেষদিন বা শেষ বিচারের দিন সঠিক বিচার সম্পন্ন হবে এবং সকলেই সকলের প্রাপ্যটুকু সুনিশ্চিতভাবে পাবে।

আমাদের শিক্ষা নেয়া উচিত অতিত থেকে এবং বর্তমানকে অতিতের শিক্ষার আলোয় সাজিয়ে জনসেবায় মনোনিবেশ করা এখন ফরজে আইনে পরিণত হয়েছে। চলমান নৈরাজ্য এবং হাহাকারমুলক অবস্থায় দেশী এবং বিদেশী চক্রান্ত মোকাবিলা জরুরী। আর এর জন্য প্রয়োজন্য ঐক্যবদ্ধ সার্বজনিন প্রচেষ্টা। বর্তমান সরকার এবং এর সহযোগীদের প্রতি মিনতি এই যে, সকলের কথা শুনুন এবং সকলকে নিয়ে পথ চলুন কিন্তু নিজের বিভেক কি বলে সেই অনুযায়ী কল্যাণ সাধনের প্রচেষ্টায় এমনকি বাস্তবায়নে সচেষ্ট থাকুন। সার্বজনীন কল্যাণ সাধনে নিয়োজিত থেকে সৃষ্টিকর্তার দেয়া দায়িত্ব পালন করুন। আর যদি তা করেন তবে সফল হবেনই এটা নিশ্চিত। কারো ক্ষতি বা সর্বনাশ নয় বরং সকলের উপকার এবং ক্ষমা ও ভালবাসায় সাজিয়ে পথ চলুন। যদি পথ চলতে গিয়ে ভুল করুন যা অতিতে করেছিল এবং বর্তমানেও চলছে তাহলে অতিতের ন্যায় নিজেরাও ঐ সৃষ্টিকর্তার বানীর আলোকেই পতিত হবেন। কুলিল্লা হুমুল মুলক,,, তুতিল মুলক,,, মিমমানতাশা—– বিয়াদিকাল খায়ের। এই সুরার অর্থ পুর্বে হুবহুই ফলেছে এবং বর্তমান ও ভবিষ্যতেও ফলবে। তাই সৃষ্টিকর্তার ইচ্ছা ও অভিপ্রায়ে কাজ করুন। নিশ্চিত বলতে পারি আপনার দ্বারা সঠিক কাজটুকু তিনি করাবেন এবং কারো প্ররোচনা এমনকি চক্রান্তই আপনাকে থামাতে পারবেনা এমনকি সফলও হতে পারবে না । তাই সৃষ্টিকর্তার অভিপ্রায়ের দিকে ফিরে আসুন এবং নিজের দায়িত্ব সঠিকভাবে সৃষ্টিকর্তার সহায়তা নিয়ে পালন করুন আর ইতিবাচক সার্বজনিন কল্যাণের দিকে এগিয়ে যান।

জলন্ত আগুনের লেলিহান শিখা নিপতিত হবে শান্তি আর স্থিতিশীলতায় এবং নিশ্চিত হবে নিশ্চয়তা আর বেহেস্তি অভয়ান্যের বিশালতায়। একটি কথা বলতে পারি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাসনটুকু যা তার হৃদয় থেকে উৎসরিত হয়েছিল এবং মুখে প্রকাশ করে আজকের বাংলাদেশ উপহার দিয়েছিল। সেই ভাষনের পুর্বে সকলের কথাই শুনেছেন, পরামর্শ নিয়েছেন, লিখিত বক্তব্যও পেয়েছেন কিন্তু কি করেছেন আর বলেছেন তা সবই আপনার আর আমার জানা। তাই বর্তমানের প্রতি আমার আহবান আত্মার কথা এবং সাবজনীন কল্যাণের কথা চিন্তা করুন এবং সৃষ্টিকর্তার পরিকল্পনা এবং ইচ্ছা জেনে অগ্রসর হউন। সফলতা শতভাগ নিশ্চিত। কে কি বলল আর ভাবল এবং করল তা বিবেচ্য নয় বরং বিবেচ্য হলো সৃষ্টিকর্তা আপনার অন্তরে সার্বজনীন কল্যাণের তরে কি বলেছেন। আসুন আমরা সকলে সৃষ্টিকর্তার কাছে এই দেশ, সরকার এবং জনগণকে সমর্পন করি যাতে তিনি সকলকে একসঙ্গে, একসুত্রে গেঁথে শান্তি, স্থিতিশীলতা, নিশ্চয়তা আর নিরাপত্তার চাদরে আবৃত করে একে অন্যের পরিপুরক হয়ে নি:শর্ত এবং নি:স্বার্থ ভালবাসার বন্ধনে আবদ্ধ করে তুলেন। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই ে¯্লাগান বাস্তবায়িত হউক। বেহেস্ত থেকে নেমে আসা জ্ঞানে পরিপূর্ণ হয়ে সকল কাজে অগ্রসর হউক এই সরকার এবং জনগন আর সাহায্যকারীরা এই কামনাই করি।

Leave a Reply

Your email address will not be published.