ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (২১ ডিসেম্বর) কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৃত্তি পরীক্ষায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কেন্দ্র পরিচালনায় রয়েছেন কুমিল্লা থেকে আগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও মোঃ সালাউদ্দিন কিবরিয়া। পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটেন এসোসিয়েশন কসবা উপজেলার সভাপতি মোঃ জয়নাল আবেদিন ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গির আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।