ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহামমদ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার মরাপুকুরপাড় তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীগণ হচ্ছেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের হারুনুর রশিদের পুত্র আশরাফুল ইসলাম (২২) ও নূর মোহাম্মদের পুত্র গোলাম জিলানী (২৩)। এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।