কসবায় ফ্যামিলি কাডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রি

কসবা (ব্রাহ্মণবাড়িয়াা) প্রতিনিধি ॥ বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে  গত  বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) কসবা উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস চত্বরে ৬৫৪ ফ্যামিলি কাডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির চাল ও ডাল বিক্রি করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে টিসিবির ডিলার  মেসাস মামুন স্টোর  এর মাধ্যমে উপকারভোগী প্রতি কাডধারীর মাঝে প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ২ কেজি মসুর ডাল এবং প্রতি কেজি ৩০ টাকা হিসেবে ৫ কেজি চাল নির্ধারিত ২৭০টাকা মূল্যে বিক্রি করা হয়।  টিসিবির পণ্য বিক্রি অনুষ্ঠানে  ট্যাগ অফিসার হিসেবে ছিলেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা মোঃ রাসেল। এ সময় পৌরসভার কর্মচারীগন সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.