প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চীনের খনিজ সম্পদ আহরণে গত বছর নতুন রেকর্ড স্থাপন করেছে। চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, প্রথম ১১ মাসে ১০টি প্রধান অলৌহ ধাতুর উৎপাদন ৭ কোটি ২২ লাখ ৮৮ হাজার মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। এর মধ্যে কপার এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুর উৎপাদন ছিল উল্লেখযোগ্য।
লোহার আকরিক উৎপাদনেও উন্নতি হয়েছে চীনে। প্রথম ১১ মাসে এ খনিজের উৎপাদন ১.৯ শতাংশ বেড়ে ৯৫ কোটি ২০ লাখ টনে পৌঁছেছে এবং বছর শেষে ১০৩ কোটি ৮০ লাখ টন ছাড়াবে বলে আশা করা হচ্ছে।
হুনান প্রদেশে এ বছর ৪০টির বেশি স্বর্ণের আকরিক আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে একটি এলাকায় স্বর্ণের সর্বোচ্চ ঘনত্ব প্রতি টনে ১৩৮ গ্রাম এবং মূল অনুসন্ধান এলাকায় মোট স্বর্ণের মজুদ ৩০০ টনের কিছু বেশি।
চীনের খনিজ শিল্প দেশীয় অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক খনিজ বিনিয়োগ ও ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব রাখছে বলে জানিয়েছেন চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের মহাসচিব ছে ছাংবো।
সম্প্রতি একটি প্রতিবেদনে দেখা গেছে, বাজার মূলধনের দিক থেকে বিশ্বের শীর্ষ ৪০টি খনিজ কোম্পানির মধ্যে আটটিই চীনের।সূত্র: সিএমজি