বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান করবে দুদক

প্রশান্তি ডেক্স ॥ কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে সারা দেশে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, ম্যুরাল ও মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের অর্থ ও তছরুপ করার অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে অনুসন্ধান শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published.