২০২৪ এর বিদায়লগ্নে মনে পড়ে অনেক গঠন ও অগঠনের পটভুমিকা। তারপরও বছরটির বিদায় ঘন্টা বেজেছে এবং শান্তিপুর্ণভাবেই বিদায় নিয়েছে। ঐ বছরের কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের বরণ হউক আনন্দের, শান্তির আর স্থিতিশিলতা ও নিশ্চয়তা এবং নিরাপত্তার। এই কামনা নিয়ে আগামীর করণীয় ঠিক করতে এগিয়ে যাক দেশ ও দেশের জনগণ।
জনগণের চাওয়া-পাওয়াই যেন হয় নতুন বছরের অগ্রাধীকারের অগ্রগন্য বিবেচ্য বিষয়। এই লক্ষ্যেই বর্তমানের কাটখড় পোড়ানো সরকার এবং এর অধিনস্তরা এগিয়ে যাবে এবং যাওয়ার আশায় অধির আগ্রহে জাতি। বাংলা ও বাঙ্গালী এক ও অভিন্ন এই রীতি ও নিতিতে এগিয়ে যাক বাংলাদেশ। এই দেশের মানুষের মধ্যে কোন বিভেদ বা বিভাজন আর কাম্য নয়। সকলকেই এক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীর কল্যাণের জন্য। কাউকে বাদ দিয়ে কল্যাণ সাধন সম্ভব নয় তার উজ্বল দৃষ্টান্ত হলো ২৪ এর সকল গঠন ও অঘঠনের বিদায়। তাই ঐ ২৪ থেকে শিক্ষা নিয়েই ঐক্যকে মজবুত করুন।
দেশের সামাজিক ও রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্রমোন্নতি সাধনে ঐক্যের কোন বিকল্প নেই। জনতার ঐক্যই একমাত্র সকল অসাধ্যকে সাধ্যে পরিণত করতে পারে। তাই ঐক্যকে মজবুতকরণে মনযোগ দিন। পুলিশ বাহিনীর মনোবল বাড়াতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। সেনাবাহিনীকে আর পুলিশের ন্যায় ব্যবহার করবেন না বরং তাদের কাজে নিয়োজিত করুন। পুলিশের ন্যায় সেনাবাহিনীকে নষ্ট করার সকল চক্রান্তকে প্রতিহত করুন। সেনারা সেনা ছাউনিতেই মানায় যেমনি করে শিশুরা মার্তৃকুড়ে। সেনাবাহিনীর ভাবমূর্তীকে আরো সমুজ্জ্বলকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
২৫শে এসে আক্ষেপ করে বলছি যারা বর্তমানে দায়িত্বরত তাদের উচিত নির্যাতিত এবং নিষ্পেষিত ও মামলায় জর্জরিত সাংবাদিকদের তালিকা করুন এবং সেই তালিকানুযায়ী তাদেরকে পুর্নবাসন করুন; সম্মানিত করুন। নতুবা জুলাই বিল্পবের চেতনায় আঘাত বলে বিবেচিত হবে। জুলাই বিল্পবের পথ প্রসস্থকরণে সাংবাদিকরা গত ১৫টি বছর নিরলস পরিশ্রম করে নির্যাতন ও নিষ্পেষন সয়ে অর্থনৈতিক ক্ষতিতে জর্জরিত হয়েছে – ভেবে দেখুনতো তারা কি পেয়েছে এবং তাদেরওতো সম্মান পাওয়া দরকার। যেন আগামীর সাংবাদিকতায় ঐ সাহসিকতার জন্য দৃষ্টান্ত থাকে এমনকি নতুনরাও সত্যের পথে থেকে সামনে নিজেকে, দেশকে এবং জাতিকে এগিয়ে নিতে পারে।
২০২৫ হউক সম্পূর্ণ বৈষম্যমুক্ত এবং নিজঞ্জাল এক নতুন বাংলাদেশ। যেখানে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত হবে এবং সকলের সঙ্গে সকলের পারস্পরিক সম্পর্ক থাকবে অমলিন। দেশ, জাতি এবং বিশ্ব দেখবে নতুন এক সম্ভাবনার বাংলাদেশ। যেখান থেকে বাংলাকে নতুন করে চিনবে এবং জানবে আর বাংলার অভয়ারণে বিচরণের অধির আকাঙ্খায় আকাঙ্খিত হবে। এই লক্ষ্যেই এগিয়ে যাক দেশ ও জাতি আর আমাদের সকলের আকাঙ্খার বর্তমান এবং ভবিষ্যতের সরকার।