মিছিল নিয়ে শহীদ মিনারে ছাত্র-জনতা

প্রশান্তি ডেক্স ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে কণ্ড কণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় জড় হতে থাকেন তারা।

আগতদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের সংখ্যা বেশি।

এদিকে সকাল থেকেই মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করেন আয়োজকরা। তবে ৩টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়োজন শুরু হয়নি।

আয়োজকেরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত প্রায় ১ হাজার বাসে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকায় এসেছেন ছাত্র-জনতা। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে।

তারা বলেন, আজকের সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি, দ্রুত সংস্কার কার্যক্রম, অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে।

এদিকে শহীদ মিনারের সামনে দুপুর থেকেই চলছে জুলাই বিপ­বের ে¯্লাগান, ডকুমেন্টারি প্রদর্শন, গান। ‘খুনি হাসিনার ফাঁসি চাই; দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত; দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা; ক্ষমতা না জনতা, জনতা জনতা’ প্রভৃতি ে¯্লাগানে প্রকম্পিত হচ্ছে শহীদ মিনার।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন অংশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত দুদিন ধরে নানা আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ঘোষণাপত্রের পক্ষে-বিপক্ষে নানা তর্কবিতর্ক শুরু হলে সরকার ঘোষণা দেয়, অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দেবে। পরে গত সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.