প্রশান্তি ডেক্স ॥ বিপিএল ঘিরে একের পর এক ঘটনা ঘটেই চলছে। নতুন বিপিএল তকমা দিলেও বিতর্ক পেছনে ফেলতে পারলো কই? গত বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো চলছে বিপিএলের ম্যাচ। এই ম্যাচের আগে আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। টিকিট না পেয়ে একদল সমর্থক মিরপুর-১০ নম্বর সংশ্লিষ্ট একটি বুথে আগুন দিয়েছে। ভাঙচুর চালানো হয়েছে সুইমিং ফেডারেশনের স্থাপনাতেও। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বুথের কার্যক্রম ব্যাহত হয়েছে। অথচ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে স্টেডিয়ামের ভেতরের অর্ধেক আসনই ছিল খালি। মূলত শক্তিশালী দুই দলের সন্ধ্যার ম্যাচ ঘিরেই মানুষের আগ্রহ বেশি। এবার বিপিএলের বেশির ভাগ টিকিটই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। কিন্তু এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি টুর্নামেন্ট শুরুর আগে। দর্শকদের ক্ষোভের মুখে সম্প্রতি অনলাইনে এ নিয়ে প্রচার শুরু করেছে বিসিবি। কিন্তু তাতেও অসন্তোষ কমেনি। বিপিএল টিকিট কোথায় পাওয়া যাবে তা টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে জানানো হয়। ওই দিন দর্শকদের বিক্ষোভের পরই এই ঘোষণা দেয় বিসিবি। এরপর বিপিএলের আগের দুটি ম্যাচের দিনও দর্শকদের অসন্তোষ ছিল টিকিট নিয়ে।
গত বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে সেটি দিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন। বুথে আগুনও লাগিয়ে দেন উত্তেজিতরা। আগুনে কিছু ব্যানার, প্ল্যাকার্ড পুড়ে যায়। বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। এরপর মিরপুর -১০ নম্বর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুন লাগার ঘটনার পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা। দর্শকদের অভিযোগ বুথে টিকিট পাওয়া না গেলেও ব্ল্যাকারদের কাছ থেকে ২০০ টাকার টিকিট মিলছে ১ হাজার টাকায়। কেন এই অনিয়ম সেই প্রশ্ন তোলেন তারা। এই নিয়ে লম্বা সময় ধরে পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাদের বিক্ষোপের মুখে একজন ব্লাকারকের ধরে থানায় নিয়ে যায় মিরপুর থানা পুলিশ।
এই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে পুলিশের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। শুধু পুলিশ নয়, বিসিবির কর্মকর্তাদের কেউই এই ব্যাপারে কোন বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেননি।