মেহেরপুরে যুবদল নেতাকে হত্যা: বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ

প্রশান্তি ডেক্স ॥ মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন হত্যার ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।

এ সময় নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে আলমগীর হোসেন হত্যার ক্লু উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীকে আশ্বস্ত করলে তারা সড়ক অবরোধ তুলে নেন।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় বক্তব্য দেনু জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক।

গত বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠের তামাক ক্ষেতের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা। পরে গাংনী থানা পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ শনাক্ত করে।

Leave a Reply

Your email address will not be published.