শিক্ষক-কর্মকর্তাদের পোষ্য কোটা বাতিল, কর্মচারীর সন্তানদের জন্য থাকছে ১শতাংশ

প্রশান্তি ডেক্স ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটার হার পুনর্নির্ধারণ করেছে প্রশাসন। এতে শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার শতাংশ পোষ্য কোটা ছিল। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রশাসন সেই কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করে। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে ২০ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে। তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও প্রায় দেড় মাস গত বুধবার বিকেলে এই নতুন সিদ্ধান্ত জানাল প্রশাসন। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published.