৭উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাত উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশি বোলারদের মধ্যে যা সর্বোচ্চ উইকেট শিকারের নজির। গত বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলেন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি।

কুড়ি ওভারেরর ক্রিকেটে এর আগে সাত উইকেট পাওয়ার ঘটনা আছে দুটি। মালয়েশিয়ার সায়ারুল ইজাত ইদ্রুস ২০২২ সালে চীনের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৮ রানে ৭ উইকেট নিয়েছেন। তারও আগে ২০১৯ সালে কলিন আকারম্যান ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্ট টুর্নামেন্টে। গত বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস (০) আর তানজিদ হাসান তামিমকে (৯) তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদত হোসেন দিপু আর স্টিফেন এক্সিনজি ৪৭ বলে ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। স্টিফেন ২৯ বলে করেন ৪৬। আর দিপু ৪১ বলে ৫০ রানে তাসকিনের তৃতীয় শিকার হন। ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ছোট্ট একটা ঝড় তুলেছিলেন। তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই ছিল তাসকিনের। একে একে তুলে নেন শুভাম রনজি (২৪), চতুরাঙ্গা ডি সিলভা (১), আলাউদ্দিন বাবু (১৩) এবং মুকিদুল ইসলামকে (০)। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারেই নিয়েছেন তিন উইকেট। বিপিএলের ইতিহাসে এটি ২১তম ৫ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা। চলতি আসরে প্রথম।

Leave a Reply

Your email address will not be published.