পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ফিলিস্তিনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচারসহ সবরকম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গত বুধবার (১ জানুয়ারি) ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উসকানিমূলক প্রতিবেদন তৈরির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিস্তারিত তথ্য প্রমাণ উপস্থাপন না করে ওয়াফা বলেছে, প্রতারণামূলক প্রতিবেদন সম্প্রচারের জন্য ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীবর্গ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সাময়িক বলা হলেও আদেশনামায় কার্যক্রম পুনরায় শুরুর কোনও তারিখ উল্লেখ করা হয়নি। ফলে আল জাজিরার কার্যক্রম ফিলিস্তিনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে।    

এর আগে গত সপ্তাহে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীদের দ্বন্‌দ্ব নিয়ে আল জাজিরার প্রতিবেদনের সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

স্থগিতাদেশটিকে প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে আল জাজিরা। তাদের দাবি, অধিকৃত অঞ্চলের বিভিন্ন ঘটনার প্রতিবেদন তৈরি করা থেকে নিরুৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডফলিস্তিনি কর্তৃপক্ষকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কোনও ভয়ভীতি প্রদর্শন ছাড়া স্বাধীনভাবে পশ্চিম তীরে সাংবাদিকদের পেশাদারি দায়িতে পালনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

অবশ্য হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মনে হচ্ছে না। ওই এলাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতার এখতিয়ারের আওতাভুক্ত নয়।

ডফলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা মূল গোষ্ঠী ফাতাহ বলেছে, আরব ভূমিতে, বিশেষত ফিলিস্তিনে বিভেদের বীজ রোপণের কাজ করছে আলজাজিরা। তাই, এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনও রকম সহযোগিতা না করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে সেপ্টেম্বরে, পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। গত বছর মে মাসে, নিজেদের দেশে আল জাজিরার কার্যক্রম ও সম্প্রচার বন্ধে একটি নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরায়েল। প্রতিষ্ঠানটি তাদের জাতীয় নিরাপত্তার হুমকি বলে দাবি করেছিল তারা। বিষয়টি আদালতে গড়ালে ওই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published.