কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন বাজারে ১টি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (৮ জানুয়ারি) উপজেলার গোপিনাথপুর বাজারের ভূইয়া ফার্মেসিতে মানুষের এবং পশুর ঔষধ একই সাথে অনিয়ম ভাবে বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে মজুদ রাখার কারণে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ ও কসবা থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে গোপিনাথপুর বাজারের ভূইয়া ফার্মেসিকে ২০ হাজার, টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত