কসবা কুঠি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের ১১৪তম বার্ষিক হরিনাম উৎসব

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা কুটি ইউনিয়নে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের ১১৪ তম বার্ষিক হরিনাম সংকীর্তন মহোৎসব গত বুধবার( ৮ জানুয়ারি) সন্ধ্যায় শুভ উদ্বোধন করেন শ্রী ব্রজগোপাল গোস্বামী গুরু মহারাজ।

 উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া ৯ জানুয়ারি ও ১০ জানুয়ারি বাউল সংগীত পরিবেশন করছেন শ্যামানন্দ দাস ও কিশোর বলরাম দাস। এদিকে ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি  শ্রীমৎ ভাগবত পাঠ করবেন বিশিষ্ট পাঠক শ্রীমৎ তমাল কৃষ্ণ দাস তনয়,সরারচর  এবং ১৩ জানুয়ারী শ্রীমৎ ভাগবত পাঠ করবেন শ্রী অমৃত লাল গোস্বামী,জাহপুর। উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণপদ সাহা ও সাধারণ সম্পাদক টুটন কুমার সাহা আহ্বান জানিয়েছে।
অপরদিকে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু  হবে ৩২ প্রহর ব্যাপী মধুর হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published.