অভিজাততন্ত্র নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স  ॥  অর্ধশতাব্দীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ধারাবাহিকতায় গত বুধবার (১৫ জানুয়ারি) ওভাল অফিস থেকে মার্কিনিদের প্রতি শেষবারের মতো ভাষণ প্রদান করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভাষণ শুরু করেন বাইডেন। তবে দ্রুতই ভাষণের সুর পালটে দেশে সম্পদ নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার অন্যতম দিক হচ্ছে, ক্ষমতা কেন্দ্রীভূত হতে না দেওয়া, চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা। আমাদের এই ব্যবস্থা নিখুঁত না হলেও ২৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র বজায় থাকতে সহায়তা করেছে। বিশ্বের ইতিহাসে কোনও দেশ টানা এতদিন সফলভাবে গণতন্ত্র ধরে রাখতে পারেনি।

তবে পরমুহূর্তেই তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ ভুল তথ্য ও অপপ্রচারের নিচে চাপা পড়ে যাচ্ছেন। তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারছেন না। ফলে নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারের সুযোগ পাচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতাও এখন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বাইডেন।

আগামী সোমবার আন্তর্জাতিক সময় বিকাল ৫টায় ট্রাম্পের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বাইডেন।

নিজের মেয়াদে কোভিডের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে ধসে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন বাইডেন। জলবায়ু, সেমিকন্ডাক্টর শিল্পসহ বেশকিছু বিষয়ে অসাধারণ সাফল্য অর্জন করলেও দেশের মধ্যে বিভাজন দূর করতে বা ডেমোক্র্যাটদের পতন ঠেকাতে ব্যর্থ হয়েছেন তিনি।ট্রাম্প ফিরে এসে যে-সব কাজ করার প্রস্তুতি দিয়েছেন, তা সব বাস্তবায়ন হলে ডেমোক্র্যাটদের অধিকাংশ অর্জন মুছে ফেলবেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published.