প্রশান্তি ডেক্স ॥ কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হয়েছেন মো. আবু হানিফ। আগামী ১৮ জানুয়ারি কর্মী সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণার কথা রয়েছে।
জানা গেছে, আবু হানিফ একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার।তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি (আবু হানিফ) গত ১০ বছর ধরে আমাদের লোক। তাকে জোর করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছিল, জোর করে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হয়েছিল। তবে আমরা এখনও ঘোষণা দিইনি। ১৮ জানুয়ারির সম্মেলনের মাধ্যমে দেওয়ার কথা ছিল।’
এ ব্যাপারে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বারকে কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।