আখাউড়ায় শীতার্তদের মাঝে বিএনপি নেতা কবির আহাম্মদের কম্বল বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে গভীর রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন।

গত সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনসহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া বলেন, শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে যাতে অসহায় ও ছিন্নমূল মানুষ কষ্ট না পায়, সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। দরিদ্র পরিবারের লোকজনদের শরীরে কম্বল জড়িয়া দিতে পেরে ও তাদের মুখে হাসি ফুটাতে খুব ভালো লাগছে। গভীর রাতে ১ হাজার পিছ কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে ততদিন এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খাঁন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.