চান্দিনা ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দনি ২৪প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ এই কলিতে অতি অল্প সময়ের মধ্যে হরিনাম সংকীর্তন শ্রবণ এবং মৃদঙ্গ মন্দিরা সহকারে সংকীর্তন করে মানব জীবনের পরম শান্তি, মুক্তি ও তৃপ্তিময় আস্বাদন করা যায়। সে অমৃত লাভের প্রত্যাশায় ব্রাহ্মময়ী সিদ্ধামাতা চক্রবর্তী শ্রী শ্রী বীনা দেবী।

আসছে আগামী ১৪ মাঘ (২৮ জানুয়ারির) মঙ্গলবার অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ব্রহ্মাময়ী সিদ্ধামাতা চক্রবর্তী শ্রী শ্রী বীনা দেবী, প্রতিষ্ঠাতা শ্রী শ্রী শিবশক্তি মন্দির বিনা দেবী ব্রহ্মচারিণী সেবা আশ্রম চান্দিনা।

দুপুর ১ ঘটিকায় শিব শক্তি পূজা, সন্ধ্যা ৭ ঘটিকায় হইতে ১০ ঘটিকা পর্যন্ত শ্রীমৎ ভাগবত পাঠ।

পাঠক : শ্রীনিবাস দেবনাথ (মাস্টার), সাধারণ সম্পাদক, বরকামতা দুর্গা বাড়ি ও ডাক্তার ব্রিটিশ কর্মকার, ঢাকা। ২৯ জানুয়ারি বুধবার দুপুর ১ ঘটিকা পিতৃ মাতৃ স্মরণে বৈষ্ণব সেবা। 

আগামী ১৬ই মাঘ (৩০ জানুয়ারি ) বৃহস্পতিবার ঊষালগ্ন হইতে ১৮ মাঘ (১ ফেব্রুয়ারি) শনিবার পর্যন্ত  অবিরাম ৩ দিন ২৪ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রীশ্রী মহানামযজ্ঞ। শ্রী শ্রী নাম সুদা পরিবেশনায়, শোভাশ্রী সম্প্রদায় বরিশাল, বৃন্দাবন সম্প্রদায় বাগেরহাট, কৃষ্ণ বাসুদেব সম্প্রদায় সাতক্ষীরা, শিব শংকর সম্প্রদায় সাতক্ষীরা ও শ্যামা সম্প্রদায়  গোপালগঞ্জ।

আগামী (২ ফেব্রুয়ারি) রবিবার অষ্টকালীন লীলা কীর্তন ও হিন্দু বক্তাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

Leave a Reply

Your email address will not be published.