ত্রিপুরায় তিনবছরে গ্রেফতার ২৮১৫ বাংলাদেশি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন বছরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ হাজার ৮১৫ জন বাংলাদেশী নাগরিক গ্রেফতার হয়েছে। গত সোমবার সেখানকার বিধান সভায় এক প্রশ্নোত্তর পূর্বে করবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা এ কথা জানান। গত  মঙ্গলবার ত্রিপুরা  রাজ্যের অনলাইন সংবাদমাধ্যম ‘জাগরণ ত্রিপুরা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর জানান, ২০২২, ২০২৩, ২০২৪ সালের ৩১অক্টোবর পর্যন্ত প্রায় তিন বছরে ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৮১৫ বাংলাদেশিকে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ৭৪৬ কে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় তিনি আরো জানান, রাজ্যে এখনো অবশিষ্ট বাংলাদেশে ১ হাজার ৬৯ জন। এদের মধ্যে অস্থায়ী ডিটেশান কেন্দ্রে ৮ জন্য, আশ্রয় কেন্দ্রে ২ জন্য  এবং আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়েছে ৫৮৫ জন।

Leave a Reply

Your email address will not be published.