ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সহায়তায় কমিটি গঠন

প্রশান্তি ডেক্স ॥ করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা সচল ও লাভজনক দেখতে চায় সরকার। ব্যাংক থেকে ৫০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণ রয়েছে এমন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। এ জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিভিন্ন নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে (কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট) সৃষ্ট অভিঘাত মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিতে প্রয়োজনীয় নীতি সহায়তার সুপারিশ দেওয়ার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণগ্রহীতা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং সমস্যাসংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও ওই প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেওয়ার মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কিনা তা যাচাই-বাছাই করে কমিটি সুপারিশ করবে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকার রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে ৫০ কোটি ও তার বেশি অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণি করা হয়েছে ওই ঋণগুলো অন্তর্ভুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published.