ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলো ৭কলেজের আন্দোলনকারীরা

প্রশান্তি ডেক্স ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ গেটে দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে দীর্ঘ সময় মুখোমুখি অবস্থানের পর সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এসে জড়ো হওয়া শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বাসভবন অবরোধের জন্য আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন প্রবেশ পথের বাইরে অবস্থান করলে ভেতরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন বিক্ষোভকারীরারা। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) ঢাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে অবস্থান করছেন এবং সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত বাস স্ট্যান্ডের অপর পাশে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষের সঙ্গেই সমঝোতার চেষ্টা করছে। কিছুক্ষণ পরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

তবে ঢাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে সাত কলেজের শিক্ষার্থীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির সদর দফতর।

Leave a Reply

Your email address will not be published.