থাইল্যান্ডে পাঠানো হলো আন্দোলনে আহত আরও ৬ জনকে

প্রশান্তি ডেক্স ॥ জুলাই আন্দোলনে আহত হয়ে সিএমএইচ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

গত বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।

তাদের মধ্যে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিন জন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। রোমান ঢালি ও তাহসিন হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। তাদেরও রোবোটিক ফিজিওথেরাপির জন্যই পাঠানো হয়েছে।

অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে। অপারেশনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন ও মহিউদ্দিনকে চোখের চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়। এর আগে, চোখের চিকিৎসার জন্য সাত জনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত ২৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published.